Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা দিবসের ফুল কিনতে গিয়ে মারা গেল গাড়িচাপায়

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১২:১২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৮

ঢাকা: রাজধানীর মৎস্য ভবন এলাকায় গাড়িচাপায় দীপু মিয়া (২৬) নামে এক যুবক মারা গেছেন। যাত্রাবাড়ী থেকে ভোরে শাহবাগে ভালোবাসা দিবস উপলক্ষে ওই যুবক ফুল কিনতে যান। সোমবার ভোরে রাস্তা পার হতে গিয়ে মৎস্যভবন এলাকায় অজ্ঞাত এক গাড়ি ওই যুবককে চাপা দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পরপরই পথচারীরা সকাল সাড়ে ৬টার দিকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কয়েকজন ছাত্র ও তার স্বজনরা আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে তাকে ভর্তি করা হয়েছিল।

মৃত দীপুর খালাতো ভাই মাহবুবুল ইসলাম জানান, ভোর চারটায় দিকে দীপু তাকে ফোন দিয়ে জানায়, শাহবাগে ফুল কিনতে গিয়েছে সে। এর কিছুক্ষণ পরেই আবার তার ফোন থেকে এক পথচারী ফোন দিয়ে জানায় মৎস্য ভবন সংলগ্ন তেলের পাম্প এর বিপরীত পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে রয়েছে দীপু। পরে তিনি সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

দীপুর বাবার নাম জামাল সরদার। তার মা দীর্ঘদিন আগে মারা গেছেন। দুই ভাইয়ের মধ্যে বড় ছিল সে। বাবাও তার দেখাশোনা করতেন না। যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায় নানির বাড়িতেই থাকতেন সে। পেশায় দীপু তেমন কিছু করতেন না।

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ শাহবাগ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর