Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:১০

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে চলন্ত বাসের ধাক্কায় মোহাম্মদ আলী (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আলী জেলার ফুলবাড়ী উপজেলার বলিভদ্রপুর গ্রামের কাইস্যা মুদ্দীনের ছেলে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিঅ্যান্ডটি মোড়ের আনারুল মেটালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বিরামপুর থেকে একটি বাস হাকিমপুরে যাচ্ছিল। এ সময় টিঅ্যান্ডটি মোড় এলাকায় মোহাম্মদ আলী ভ্যান  নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। ঘটনাস্থলে বাসটি ধাক্কা দিলে মোহাম্মদ আলী ছিটকে পড়ে যায় ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

বাসের ধাক্কা ভ্যানচালক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর