Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক গুরুতর আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪৪

চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রহনপুর-গোমস্তাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন।

নিহত শিশু উপজেলার দোষিমানি কাঁঠাল মহল্লার আব্দুর রশিদের ছেলে শাহ নেয়ামতুল্লাহ (৪)। আহত মোটরসাইকেল চালক একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক হেলথ ইন্সপেক্টর লতিফুর রহমান (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক রহনপুর থেকে গোমস্তাপুরের দিকে যাচ্ছিলেন। তখন শিশু শাহনেয়ামতুল্লাহ রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়। এসময় চালকও আহত হয়। আহত ২ জনকেই স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে আহত ওই ব্যক্তির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রহনপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফজলে বারী জানান, নিহতের পরিবারের কোনো দাবি না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

চাঁপাইনবাবগঞ্জ মোটরসাইকেলের ধাক্কা শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর