Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিসিবি পণ্যের বিক্রি বাড়ানোর দাবি সুজনের

সারাবাংলা ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সুজন এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে খোরশেদ আলম সুজন বলেন, ‘বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়েছে। এসব পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। নিম্ন আয়ের লোকজন, গরীব-মধ্যবিত্ত সবাই এখন টিসিবির ন্যায্যমূল্যের পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। টিসিবির পণ্য বিক্রির পয়েন্টগুলোতে ক্রেতার সারি প্রতিদিন বাড়ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, চট্টগ্রামে চাহিদার চেয়ে টিসিবির বরাদ্দের পরিমাণ খুবই কম।’

বিক্রয় পয়েন্ট আরও বাড়ানোর দাবি জানিয়ে সুজন বলেন, ‘চট্টগ্রাম নগরীতে ৬০ লাখ মানুষের বসবাস। বাস্তবে এ সংখ্যা আরও বেশি। মাত্র ১৭টি স্থানে ১৭টি ট্রাক দিয়ে পণ্য বিক্রি করছে টিসিবি। এজন্য প্রতিটি পয়েন্টে ক্রেতাদের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। ন্যায্যমূল্যের পণ্য কিনতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। আবার লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছে না। হঠাৎ করে পণ্য শেষ হয়ে যাবার কথা বলে বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে। এ যেন এক অমানবিক দৃশ্য!’

এ অবস্থায় টিসিবির বিক্রয় প্রতিনিধি ও পয়েন্ট বাড়ানোর জন্য বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন খোরশেদ আলম সুজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

টিসিবি পণ্য বিক্রি সুজন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর