Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের হিলি স্থলবন্দর দিয়ে সজনে আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৫

হিলি: দেশের বাজারে চাহিদা থাকায় দীর্ঘদিন পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে সজনে আমদানি। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সজনে বোঝাই একটি মিনি পিকআপ ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়।

হিলি শিপিং ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সজনেগুলো আমদানি করে।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুবুর আলম জানান, ঢাকার বাজারে বারোমাসি সজনের চাহিদা রয়েছে। তাই ভারতের উত্তর প্রদেশ থেকে আজ ১ হাজার ৫০০ কেজি সজনে আমদানি করা হয়েছে। এসব সজনে ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে সরবরাহ করা হবে। প্রতি কেজি সজনে বিক্রি হবে ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে আমদানি হয়েছে। সজনে যেহেতু কাঁচামাল, তাই এটি যাতে আমদানিকারক প্রতিষ্ঠান দ্রুত সময়ে বাজারজাত করতে পারে সেদিকে লক্ষ রেখে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

আমদানি শুরু সজনে সজনে আমদানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর