Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৩ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ০০:৫২

ঢাকা: নির্বাচন কমিশনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। রোববার (১৩ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সঙ্গে বৈঠককালে তারা এই আহ্বান জানান।

শিক্ষাবিদ ড. জাফর ইকবাল বলেন, ‘দেশে এখনও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ও মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক রয়েছে। তাই কোনো ব্যক্তি এককভাবে সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এই অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।’

বিজ্ঞাপন

অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান বলেন, ‘ইসিতে মুক্তিযুদ্ধের চেতনায় লোকদের নিয়োগ দিতে হবে। এ ব্যাপারে ছাড় দেওয়া ঠিক হবে না। পাশাপাশি নারী ও সংখ্যালঘু সদস্যও কমিশনে রাখতে হবে।’

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশে নির্বাচন কমিশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এমন অবস্থায় যারা সৎ, সাহসী তাদের নিয়োগ দিতে হবে।’

তিনি বলেন, ‘বিগত দুটি নির্বাচনের মতো নির্বাচন হলে দেশ-বিদেশে বাংলাদেশ বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে। সেক্ষেত্রে সৎ ও সাহসী ব্যক্তির বিকল্প নেই।’

ইসিতে রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া নামগুলোর মধ্যে নিয়োগ না দেওয়ার আহ্বান জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘কোনো কমিশনার রাজনৈতিক দলের প্রস্তাব অনুসারে এলে ওই দলের প্রতি তার আনুগত্য তৈরি হবে।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সার্চ কমিটিতে জমা হওয়া নামগুলো হাইকোর্টের অনুমতি সাপেক্ষে প্রকাশ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এটি করতে হবে।’

এদিন বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ২৩ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি।

বিজ্ঞাপন

সার্চ কমিটির সঙ্গে বৈঠকে অংশ নিতে যারা আমন্ত্রণ পেয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন— সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক), প্রজন্ম ৭১-এর আসিফ মুনির তন্ময় ও ডা. নুজহাত চৌধুরী, সাংবাদিক ও লেখক হারুন হাবীব, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম, শিক্ষাবিদ ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মফিদুল হক ও শিক্ষাবিদ জাফর ইকবাল।

এছাড়া কবি ও সাহিত্যিক মহাদেব সাহা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অধ্যাপক ডা. ওবায়দুল কবির চৌধুরী, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সভায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

সারাবাংলা/জিএস/একে

ইসি টপ নিউজ নির্বাচন কমিশন সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর