নরসিংদীতে শিশু ধর্ষণে অভিযুক্ত আসামি গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৪
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৪
নরসিংদী: শিশু ধর্ষণের অভিযুক্ত প্রধান আসামি মিরাজকে সিলেটের চুনারুঘাট সীমান্ত এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি চৌকস অভিযানিক দল শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সিলেট র্যাব-৯ এর সঙ্গে সমন্বয় করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাল্লা গ্রামে অভিযান চালায়। এসময় নরসিংদীর বেলাব থানা এলাকার ১১ বছরের শিশু ধর্ষণের প্রধান আসামি মিরাজ মিয়াকে (১৯) গ্রেফতার করে তারা।
গ্রেফতার মিরাজ মিয়া নরসিংদী জেলার বেলাব থানার দেওয়ানের চর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
সারাবাংলা/এমও