Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে মাদক বিক্রেতাদের হামলায় ২ পুলিশ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৩

রাজশাহী: মাদকবিরোধী অভিযান চালানোর সময় দুই পুলিশকে কুপিয়ে জখম করেছে মাদক বিক্রেতারা। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরীর ডাঁশমারী এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় আমিনুর রহমান নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতর করে পুলিশ। গ্রেফতারের সময় তিনিও আহত হয়েছেন। পরে আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মাদক বিক্রেতাদের হামলায় আহতরা হলেন- মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল আতিকুর রহমান ও নাইম এবং গ্রেফতার মাদক বিক্রেতা আমিনুর রহমান ওরফে দুখু। তাদের সবাইকে হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ডাঁশমারী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আমিনুর ও তার লোকজন পুলিশের উপর হামলা চালায়। তারা পুলিশ কনস্টেবল আতিকুর রহমান ও নাইমকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে।

পরে মাদক বিক্রেতাদের ইটের আঘাতে আমিনুর আহত হয়। পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এমও

পুলিশ আহত মাদক বিক্রেতা মাদকবিরোধী অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর