Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলে-মেয়ে-নাতির সঙ্গে আলিম পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৮

খাগড়াছড়ি: মেয়ে, ছেলে, বড় মেয়ের ঘরের নাতির সঙ্গে ৫০ বছর বয়সে উচ্চ মাধ্যমিক (আলিম) পাস করে তাক লাগিয়ে দিলেন খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

তিনি আজ খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হতে জিপিএ ২.১৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি ১৯৮৭ সালে এসএসসি পাস করেছিলেন।

সিরাজুল ইসলাম বলেন, ‘আজকে আমার পরিবারের সবাই আনন্দিত। মেয়ে-ছেলে-নাতির সঙ্গেও আমি আলিম পাস করেছি।’

তিনি জানান, তার ছোট মেয়ে মাহমুদা সিরাজ খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ৪.১৭ পেয়ে, ছেলে হাফেজ নেছারুদ্দীন আহমেদ চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদরাসা থেকে জিপিএ ৪.০০ পেয়ে এবং বড় মেয়ে নাজমা আক্তারের ছেলে তথা বড় নাতি নাজমুল হাসান খাগড়াছড়ি সরকারি কলেজ হতে জিপিএ ৪.৬৭ পেয়ে পাস করেছে।

দীর্ঘ সময় পরে এইচএসসি পরীক্ষা (আলিম) পাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই আনন্দ সীমাহীন, ভাষায় প্রকাশ করতে পারব না। ইচ্ছা ও অধ্যাবসায়ের কারণেই পাস করেছি।’

পরিবারের সব সদস্য ও শিক্ষকরা পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান সিরাজুল ইসলাম।

সারাবাংলা/একে

এইচএসসি পরীক্ষার টপ নিউজ পরীক্ষার ফলাফল