Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সার্চ কমিটির প্রধান আ.লীগের নমিনেশন চেয়েছিলেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৫

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু সার্চ কমিটি নয়, কোনো নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার মধ্যেই বিএনপি থাকবে না। সার্চ কমিটির প্রধান যাকে করা হয়েছে তিনি আওয়ামী লীগ ধারার লোক। তিনি নিজেই আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। তার বাবা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, ভাই প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন, তিনিও আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে, এই সার্চ কমিটি নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে?’

বিজ্ঞাপন

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সর্ম্পকে মির্জা ফখরুল বলেন, ‘তিনি কখন কি বলেন, নিজেই জানেন না। আর ওনাকে ডেইলি বলতে হয় তো। সে জন্য বিভিন্ন রকম কথা বলতে হয়। সেটাতে আমরা খুব একটা গুরুত্ব দেই না।’

রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পর্যায়ের মানুষকে গুম করা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এদের মধ্যে বেশির ভাগকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে, না হয় পোশাকে তুলে নিয়ে গেছে। ইলিয়াস আলীর যে ড্রাইভার তাকেও গুম করা হয়েছে। লাকসামের হিরুকে ঠিক একইভাবে গুম করা হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘ফ্যাসিবাদের লক্ষ্যটাই হচ্ছে মানুষকে স্তদ্ধ করে দেওয়া, ভীতি সন্ত্রাসের মধ্য দিয়ে প্রতি মহূর্তে মানুষকে ডিমরালাইজড করে দেওয়া। এটা একটা প্রক্রিয়া।’ তিনি নর্থ কোরিয়ান নাইনটিন এইটটি ফোর ছবির কথা উল্লেখ করে বলেন, ‘এখন সেই অবস্থাটাই বাংলাদেশে চলছে।’

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দফতর সম্পাদক মামুন উর রশীদসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/এমও

আ.লীগের নমিনেশন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সার্চ কমিটি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর