Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেকে সফল দাবি করলেন সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৩

ঢাকা: নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিজেকে সফল দাবি করেছেন প্রধান নির্বাচন কমশিনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, আমি মনে করি আমি সাফল্যের সঙ্গে কাজ করেছি। সবগুলো নির্বাচন শেষ করেছি। একটি নির্বাচনও বাকি রাখিনি। সব নির্বাচন শেষ করে এবার আমরা পরিপূর্ণভাবে নির্বাচন শেষ করেছি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন- ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা খচিত স্মার্টকার্ড বিতরণ শুরু ইসির

গত ৫ বছর নির্বাচন কমিশনের সফলতা বা ব্যর্থতা নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পরিপূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য। কোনো ধরনের কারও কথায় নয়, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি।

তিনি বলেন, একটি পদের জন্য নির্বাচন করেন সাত জন, পাস করেন একজন। বাকি ছয় জনের সবাই তো বলেন না। কিন্তু সমালোচনা তো হবেই। সমালোচনা হবে, ভালোমন্দ বলবে। এটি স্বভাবিক, এ দেশের সংস্কৃতি অনুযায়ী এটি স্বাভাবিক। আগেও বলেছি, এখনো বলছি— হয়তো ভবিষ্যতেও বলব আশা করি।

কে এম নূরুল হুদা বলেন, সব নির্বাচন সুষ্ঠু হয়েছে— তা নয়। মারামারি হয়েছে, কোথাও ব্যালট ছিনতাই হয়েছে, আবার ধরা পড়েছে। নির্বাচন বন্ধ হয়েছে। আবার পুনরায় নির্বাচন হয়েছে। সুতরাং সবগুলো নির্বাচন পরিপূর্ণ সুষ্ঠু হয়েছে— তা বলা যাবে না। কিছু নির্বাচন তো এমন হয়েছেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আপনারাই (গণমাধ্যম) বলেন— শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে। শীতের দিনে রোদের মধ্যে নারী-পুরুষ লাইন দিয়ে ভোট দিচ্ছে, ৭০ শতাংশ ভোট দিচ্ছে, ইভিএমে ৭০ শতাংশ ভোট দিচ্ছে। এর চেয়ে সফল নির্বাচন আর কী হতে পারে।

মাহবুব তালুকদারের চিকিৎসা ব্যয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এগুলো ব্যক্তিগত পর্যায়ের কথাবার্তা। আর বলব না।

ফাইল ছবি

সারাবাংলা/জিএস/টিআর

কে এম নূরুল হুদা টপ নিউজ নির্বাচন কমিশন সিইসি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর