Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বইমেলা নিয়ে স্বস্তির জায়গায় পৌঁছাতে পারিনি’

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৭

ফাইল ছবি: কে এম খালিদ

ঢাকা: বইমেলার প্রস্তুতি দেখতে এসে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আমি এখন পর্যন্ত বইমেলা নিয়ে স্বস্তির জায়গায় পৌঁছাতে পারিনি। এখন পর্যন্ত যে অবস্থা দেখছি আশা করি ১৫ তারিখের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার প্রস্তুতি দেখতে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। মেলা পরিদর্শনকালে বাংলা একাডেমির সদস্য সচিব ড. জালাল আহমেদ উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে মেলার সময় বৃদ্ধির কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘কোভিডের কারণে এবার বইমেলা দেরিতে শুরু করতে হচ্ছে। ১৫ তারিখ প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন করবেন। কোভিড পরিস্থিতি যদি ভালোর দিকে যায়, তবে মেলার সময় বৃদ্ধি করার পরিকল্পনা আছে আমাদের।’

তবে মেলা কতদিন বাড়ানো হতে পারে— এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি প্রতিমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মাসব্যাপী বইমেলা হয়। সেক্ষেত্রে ১৭ মার্চ পর্যন্ত হতে পারে। আবার প্রকাশকরা চান, যেন মেলার শেষদিন সরকারি ছুটির দিনে হয়। সেক্ষেত্রে ১২ বা ১৩ মার্চ শেষ করা যেতে পারে।’

এর আগে, এবারের বইমেলায় প্রকাশকদের স্টল ভাড়া অর্ধেক করার কথা জানিয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বইমেলার সময় বৃদ্ধি পেলে স্টল ভাড়ার বিষয়ে কোনো পরিবর্তন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি আমরা ভাববো। ভেবে জানানো হবে এ ব্যাপারে।’

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের বইমেলা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। তবে ২৮ ফেব্রুয়ারি নয় বরং ১৭ মার্চ পর্যন্ত বইমেলার সময় বাড়ানোর দাবি আছে প্রকাশকদের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/এমও

কে এম খালিদ টপ নিউজ বইমেলা সংস্কৃতি প্রতিমন্ত্রী স্বস্তির জায়গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর