Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবি খোলার বিষয়ে সিদ্ধান্ত আজ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২১

শিক্ষার্থীদের অনশন ভাঙাতে শাবিপ্রবি ক্যাম্পাসে জাফর ইকবাল। ফাইল ছবি

শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা করে প্রশাসন। দীর্ঘ ২৮ দিন পর আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে নিজ কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন উপাচার্য। আজকে সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট মিটিং ডাকা হয়েছে। হয়তো বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজকে সিদ্ধান্ত হবে, মিটিং শেষ হলে বিষয়টি জানা যাবে।

বিজ্ঞাপন

এদিকে শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সম্মেলন করে শাবিপ্রবিতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আন্দোলন আপাতত প্রত্যাহার করলাম। পরে রোববার থেকে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান শিক্ষার্থীরা।

আরও পড়ুন
শাবিপ্রবি ভিসির দুঃখপ্রকাশ বার্তায় একগুচ্ছ ধন্যবাদ
শাবিপ্রবি ভিসির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি
শাবিপ্রবিতে রক্তিম হাতের ছাপে চিরন্তন লড়াইয়ের ইশতেহার
শাবিপ্রবির সংকট নিরসনে সরকার প্রচেষ্টা চালাচ্ছে: শিক্ষামন্ত্রী
শাবিপ্রবিতে পুলিশের গুলি ও লাঠিচার্জের ঘটনায় ভিসির দুঃখপ্রকাশ

গত ১৩ জানুয়ারি শাবিপ্রবিতে আন্দোলনের সূত্রপাত ঘটে। এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের ছাত্রীরা।

বিজ্ঞাপন

পরে ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রলীগ ছাত্রীদের আন্দোলনে হামলা চালায়। পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করলে তাদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তা উপেক্ষা করেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান রাখেন শিক্ষার্থীরা। ১৯ জানুয়ারি দুপুর ২টা ৫০ মিনিট থেকে শুরু হয় শিক্ষার্থীদের আমরণ অনশন।

সারাবাংলা/এএম

টপ নিউজ শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর