Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সেরা যশোর বোর্ড, পাসের হার ৯৮ দশমিক ১১

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৭

ঢাকা: এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক থেকে দেশ সেরা হয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ফল প্রকাশ করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

এই বোর্ডে এক লাখ ৩১ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২৮ হাজার ১৬৩ জন। পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১১ শতাংশ।

বিজ্ঞাপন

জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ছেলে ৮ হাজার ১০৭ জন। এ ছাড়া ছাত্রীদের মধ্যে ১২ হাজার ১৭১ জন জিপিএ-৫ পেয়েছেন।

এই বোর্ডে শতভাগ পাস করেছে ১১৬ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফলাফল ভালো হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘পরীক্ষার আগে আমরা শর্ট সিলেবাস উপস্থাপন করেছিলাম। শিক্ষার্থীরা এই সিলেবাস ধরে প্রস্তুতি নিতে পেরেছে। এ ছাড়া করোনা মহামারির কারণে যখন শিক্ষাব্যবস্থা প্রায় স্থবির ওই সময়েও অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনা বন্ধ করেননি।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য বলা হয়েছিল। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট দেওয়ার মাধ্যমে ভালোভাবে তাদের প্রস্তুতি নিতে পেরেছে।

সারাবাংলা/একে

এইচএসসি পরীক্ষা করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর