Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দোকান মালিক-কর্মচারীদের মাঝে ভ্যাকসিন প্রয়োগ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩৬

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলছে দেশে। এবার রাজধানীতে ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হয়েছে দোকান মালিক ও কর্মচারীদের।

শনিবার (১২ ফেব্রুয়ারি) উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে দোকান মালিক-কর্মচারীদের ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হয়। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, রাজধানীকে ১০টি জোনে ভাগ করে পর্যায়ক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় চলবে এ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম।

বিজ্ঞাপন

এদিন কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. মো. শামসুল হক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোভিড-১৯ কার্যক্রমের অপারেশন ইনচার্জ রেজওয়ান নবীন জানান, রাজধানীতে আরও ৯টি ধাপে চলবে টিকাদান কর্মসূচি। পুরো ঢাকার অর্ধলক্ষাধিক ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। কার্যক্রমের প্রথম দিন উত্তরা জোনের সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে সিনোভ্যাকের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। ১৮ বছরের বেশি বয়সী টিকাগ্রহীতার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের মাধ্যমে দেওয়া হয় ভ্যাকসিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমও

করোনাভাইরাস দোকান মালিক ভ্যাকসিন প্রয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর