Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলানামা থেকে বের হচ্ছে নাজমুলের ‘নিশামনি ও একটি বিড়াল’

সারাবাংলা ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:২৭

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পাচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দশম শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসানের চতুর্থ বই শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘নিশামনি ও একটি বিড়াল।’

বইটি বের করছে প্রকাশনা প্রতিষ্ঠান বাংলানামা। বইটির মুদ্রিত মূল্য : ২০০ টাকা। বইমেলায় ৪২১ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান) অংশে বইটি পাওয়া যাবে। এ ছাড়া বই বিক্রয়ের অনলাইন প্লাটফর্ম রকমারি ডটকম থেকেও বইটি কেনা যাবে।

বিজ্ঞাপন

এ পর্যন্ত নাজমুল হাসানের চারটি বই প্রকাশিত হয়েছে।

বইটি সম্পর্কে লেখক নাজমুল হাসান বলেন, ‘গল্পগুলোতে শিশু-কিশোর মনের খোরাক যেমন আছে; তেমনি নীতি-নৈতিকতার শিখনগুলোও গল্পের ভাঁজে ভাঁজে অত্যন্ত মোলায়েমভাবে উপস্থাপিত হয়েছে।’

সারাবাংলা/একে

বইমেলা বাংলানামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর