Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন থেকে কূটনীতিক প্রত্যাহার করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০২

ইউক্রেন থেকে কিছু কূটনীতিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ইউক্রেনে নিরাপত্তা পরিস্থিতির সংকটে পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য উস্কানি আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

মস্কোর দাবি, ইউক্রেনে এমন কিছু নিরাপত্তা পরিস্থিতির উদ্ভব হয়েছে যা পশ্চিমা দেশগুলো অবগত কিন্তু রাশিয়াকে তা জানাচ্ছে না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি উপসংহারে পৌঁছেছি যে, আমেরিকান এবং ব্রিটিশ সহকর্মীরা সম্ভবত ইউক্রেনে কিছু সহিংস কর্মকাণ্ড সম্পর্কে সচেতন, যা নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আরও পড়ুন- ইউক্রেন সংকট: আলোচনা করবেন বাইডেন-পুতিন

তিনি বলেন, কিয়েভ বা তৃতীয় দেশগুলোর সম্ভাব্য উস্কানির ভয়ে আমরা ইউক্রেনে আমাদের মিশনে কর্মী হ্রাসের সিদ্ধান্ত নিয়েছি।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোট ন্যাটো মনে করছে, ইউক্রেনে হামলার জন্য সবরকম প্রস্তুতি শেষ মস্কোর। যে কোনো সময় পূর্ণ হামলার আদেশ দিতে পারেন পুতিন। হামলা আশঙ্কায় ইউক্রেন থেকে নিজ দেশের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপানসহ আটটি দেশ। এমন পরিস্থিতিতে মস্কোর এ সিদ্ধান্ত এলো।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর