সার্চ কমিটিতে ৩০৯ জনের নামের তালিকা
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৭
ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে মোট ৩০৯ জনের নামের তালিকা জমা পড়েছে। এর মধ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ১৩৬ জনের নামের প্রস্তাব এসেছে। বাকি ১৭৩টি নাম এসেছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে করা প্রস্তাব থেকে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সার্চ কমিটিতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ৪০ জন, ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম এসব নাম পাঠিয়েছেন। আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) নামগুলো যাচাই-বাছাই করা হবে।’
যাচাইয়ের পর নামগুলো প্রকাশ করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিটি যখন বৈঠকে বসবে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। সার্চ কমিটি আবার যখন বসবে তখন এই নামগুলো দেখবে। এক নাম হয়তো চার-পাঁচবার আসতে পারে। সেগুলো বিশ্লেষণ করলে প্রকৃত সংখ্যা জানা যাবে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর প্রস্তাব অনুযায়ী বিএনপিকে ডাকা হবে কি না? এ বিষয়ে তিনি বলেন, ‘এটা উনার সাজেশন। আরও একাধিক ব্যক্তি এ প্রস্তাব দিয়েছেন। আগামীকালের বৈঠকে এটা নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের পর অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।’
সারাবাংলা/জিএস/পিটিএম