গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতির মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০১
গাজীপুর: শ্রীপুরে টেংরা এলাকায় ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতির মৃত্যু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বেগম (৪৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দিবাশ্বর গ্রামের আব্দুল কাশের স্ত্রী ও নাইম (৩) ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের মো. সাদেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোসেনপুর থেকে নাইমকে নিয়ে এমসি বাজারের উদ্দেশে রওনা দেন। পথে অটোরিকশাযোগে এমসি বাজার এলাকায় পৌঁছালে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাইম ও বেগম নিহত হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের সংবাদ পেয়েছি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমও