Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহিন্দ্রা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৭

প্রতীকী ছবি

বরিশাল: জেলায় বরিশাল-ঢাকা মহাসড়কে মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস বেপারী (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়ক সংলগ্ন গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ফেরদৌস ব্যাপারী বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

এ বিষয়ে ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, মাহিন্দ্রাটি বরিশাল থেকে ভুরঘাটার দিকে ও মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বাটাজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুইজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেল চালক ফেরদৌসের মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত দুইটি যানই পুলিশ হেফাজতে রয়েছে।

সারাবাংলা/এনএস

কলেজছাত্র নিহত বরিশাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর