Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেটকার চাপায় টিটিসি’র প্রশিক্ষণার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৩

রাজবাড়ী: জেলার সদর উপজেলায় একটি প্রাইভেটকারের চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. সবুজ প্রামাণিক (৩০) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রশিক্ষণার্থী ছিলেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার আলাদিপুরে টিটিসি’র সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সবুজ পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ভৌডাঙ্গা গ্রামের রতন প্রামানিকের ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী টিটিসি’র ড্রাইভিং ট্রেনিং কোর্সের প্রশিক্ষণার্থী মো. শাকিবুল হোসেন বলেন, ‘সুবজ টিটিসি’তে বিদেশে যাওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য এসেছিলেন। সকাল ১০টার দিকে টিটিসি’র সামনে রাস্তা পার হওয়ার সময় গোয়ালন্দমোড় থেকে রাজবাড়ীগামী দ্রুত গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।’

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান জানান, ঘাতক প্রাইভেটকারটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহটি সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এনএস

টিটিসি’র প্রশিক্ষণার্থী নিহত প্রাইভেটকার চাপা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর