Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

রাজধানীর মিরপুরের দারুসসালাম টোলারবাগ এলাকায় হারিসা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী এহিয়া মোল্লাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে টোলারবাগ ৩ নম্বর গেটের খালপাড় প্রথম গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে একটি রক্তমাখা হাতুড়ি উদ্ধার করেছে। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

দারুসসালাম থানার এস আই সুলতান আহমেদ শাকিল জানান, কয়েকদিন দিন যাবৎ এহিয়া মোল্লার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছিল। শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে ফের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ঘরে থাকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এহিয়া মোল্লা। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। এ সময় স্থানীয়রা এহিয়া মোল্লাকে ধরে ফেলে পুলিশে খবর দেন।

তিনি আরও জানান, স্বামী এহিয়াকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের গ্রামের বাড়ির জমিজমা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরেই স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

সারাবাংলা/এসএসআর/এএম

টপ নিউজ টোলারবাগ মিরপুর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর