Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৮ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৭

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আটটি দেশ দ্রুত তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে। যেকোনো সময় রাশিয়া দেশটিতে হামলা চালাতে পারে আশঙ্কায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়।

এসব প্রতিবেদন অনুযায়ী, নিজের নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলা অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও লাটভিয়া।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের নাগরিকদের সরকারের সরিয়ে নেওয়ার ওপর নির্ভর করা উচিত হবে না। কারণ ইউক্রেনে নিউজিল্যান্ডের কূটনৈতিক প্রতিনিধি নেই।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের এখনই দেশে ফেরা উচিত।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেছেন, কী হতে যাচ্ছে আমরা তা নির্দিষ্টভাবে জানি না। বর্তমানে ঝুঁকি খুব বেশি। আসন্ন হুমকির মুখে অবিলম্বে ইউক্রেন ছেড়ে আসা সঠিক সিদ্ধান্ত হবে।

গত সপ্তাহে ইউক্রেন সীমান্তে রাশিয়ার আরও সেনা মোতায়েন এবং আগামী কয়েকদিনের মধ্যে কৃষ্ণ সাগরে সামরিক মহড়া শুরু করার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করার পর সালিভান এসব মন্তব্য করেন।

সারাবাংলা/এএম

ইউক্রেন ইউক্রেন সংকট টপ নিউজ যুক্তরাজ্য রাশিয়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর