Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৫

ছবি: সারাবাংলা

দিনাজপুর: জেলার চিরিরবন্দর উপজেলায় হানিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মোহনপুর ব্রিজর সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- দিনজপুর সদর উপজেলার উত্তরাইল গ্রামের মজিবর রহমারে স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামরে আজিমদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০)।

এ বিষয়ে ওসি বজলুর রসিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রিজের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে উল্টে যায়। এ সময় বাসের যাত্রী হালিমা খাতুন ও জলিল উদ্দিন ঘটনাস্থলে মারা যান।

সারাবাংলা/এনএস

টপ নিউজ সড়ক দুর্ঘটনা হানিফ পরিবহন

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর