Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিহির ঘোষের মুক্তি চেয়ে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

ঢাবি করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৩

ঢাকা: কমিউনিস্ট পার্টি বাংলাদেশের (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য মিহির ঘোষসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু করে সংগঠনটি।

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠটির ৭ জন নেতাকর্মী ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন উল্লেখ করে ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনের দোহাই দিয়ে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি, সহকারী সাধারণ সম্পাদকসহ মোট ৭ জন নেতাকর্মী ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কারাবন্দি হয়েছেন।”

পরে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু করে সংগঠনটির শতাধিক নেতাকর্মী। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে পল্টনের দিকে এগিয়ে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আরআইআর/এমও

ছাত্র ইউনিয়ন মশাল মিছিল মিহির ঘোষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর