Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ৭০৫ দিন: দেশ হারাল ১৮৯ চিকিৎসক, আক্রান্ত ৩১৭২

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ০৮:২২

ঢাকা: ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি শনাক্ত হয়। এরপর ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কেটে গেছে ৭০৫ দিন। হঠাৎ আসা প্রাণঘাতী এই রোগের সংক্রমণ ঠেকাতে ঢাল-তলোয়ার ছাড়াই প্রাথমিক যুদ্ধে অবতীর্ণ হন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। রোগীর কাছাকাছি যাওয়া কিংবা একটু স্পর্শেই যেতে পারে নিজের জীবন; তবুও জীবনের ঝুঁকি নিয়েই দাঁড়িয়েছেন আক্রান্তদের পাশে। অদৃশ্য শক্তির বিরুদ্ধে অপ্রস্তুত যুদ্ধে জীবনও দিয়েছেন অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

বিজ্ঞাপন

চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্যানুসারে, এই সময়ে দেশ হারিয়েছে ১৮৬ জন চিকিৎসক ও তিনজন ডেন্টাল সার্জনকে। এর মাঝে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ছিলেন ২৬ জন ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৮৩ জন। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন সাতজন, আর্মি মেডিক্যালে কোরে ছিলেন একজন। এ ছাড়াও বিভিন্ন বেসরকারি বা জেনারেল প্র্যাকটিশনার ছিল ৭২ জন।

বিজ্ঞাপন

কোভিড-১৯ সংক্রমণের ৭০০ দিনে দেশে তিন হাজার ১৭২ জন চিকিৎসক, দুই হাজার ৩৫৭ জন নার্স এবং চার হাজার ১২২ জন স্বাস্থ্যকর্মীদের মাঝে সংক্রমণ শনাক্ত হয়েছে।

৭০৫ দিনে যে সকল চিকিৎসকদের হারিয়েছি (মাস ভিত্তিক)

এপ্রিল ২০২০

দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরুর পরে ৫ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ( মেডিসিন) ডা. মঈন উদ্দিনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। ৭ এপ্রিল তার শ্বাসকষ্ট শুরু হলে প্রথমে তাকে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ এপ্রিল সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ এপ্রিল সকাল পৌনে আটটার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটিই চিকিৎসক হিসেবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুবরণ করার প্রথম ঘটনা।

মে ২০২০

৩ মে রাজশাহী মেডিকেল কলেজের ১৭ ব্যাচের ছাত্র ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক কর্নেল (অব.) ডা. মো. মনিরুজ্জামান ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

১১ মে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনিসুর রহমান মৃত্যুবরণ করেন কোভিড-১৯ উপসর্গ নিয়ে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

একদিন পর অর্থাৎ ১২ মে ইবনে সিনা হাসপাতালের রেডিওলোজী বিভাগের প্রধান অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

১৮ তারিখ মুগদা জেনারেল হাসপাতালে ডা. আজিজুর রহমান রাজু কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।

২২ মে স্বাস্থ্য অধিদফতরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. এম এ মতিন সিলেট শামসুদ্দিন আহমেদ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে মারা যান। একইদিন গাইনি বিশেষজ্ঞ ডা. কাজী দিলরুবা খানম ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

২৫ মে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. সৈয়দ জাফর হোসাইন কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যান। পরদিন গাইনি বিশেষজ্ঞ ডা. আমিনা খান কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

২৬ মে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ বিশেষজ্ঞ ডা. আব্দুর রহমান মারা যান। পরদিন ২৭ তারিখ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোশাররফ হোসেনের মৃত্যু হয়।

২৮ মে ক্যাপ্টেন (অব.) ডা মো. এ. এফ. এম সাইদুল ইসলাম মারা যান কোভিড-১৯ আক্রান্ত হয়ে। এই মাসের শেষ দিনে মারা যান ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু। তিনি মৃত্যুবরণ করেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।

জুন ২০২০

এই মাসে সবচাইতে বেশি চিকিৎসক করোনায় মৃত্যুবরণ করেন।

২ জুন ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মনজুর রশিদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা যান।

৩ জুন মৃত্যু হয় তিনজন চিকিৎসকের। এরা হলেন- চট্টগ্রামের মেরিন সিটি মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসানুল করিম, ইব্রাহিম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন ও ডিজি হেলথের অবসরপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল হক।

৪ জুনও তিনজন চিকিৎসককে হারায় দেশ। মারা যান ফরেনসিক মেডিসিনের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা. হাবিবুর রহমান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মুহিদুল হাসান ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এন আই খান।

৫ জুন মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়া ও বেসরকারি পোশাক কারখানায় কর্মরত ডা. ইহসানুল কবির চৌধুরী।

৬ জুন করোনার উপসর্গ নিয়ে মারা যান সাভার ইপিজেডের সিনিয়র মেডিক্যাল অফিসার (অব.) ডা. আবুল কাসেম খান।

৭ জুন মৃত্যু হয় বেসরকারি স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ও পরিচালক ( মেডিক্যাল সার্ভিসেস) অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দিন।

৮ জুন মারা যান ডা. রাজিয়া, ল্যাবএইড হাসপাতালের অ্যানেস্থেশিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সাখাওয়াত হোসেন।

৯ জুন মৃত্যুবরণ করেন বরিশালের ডা. আনোয়ার হোসেন ও ইমপালস হাসপাতালের অ্যানেস্থেশিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. জলিলুর রহমান খান।

১০ জুন মারা যান মেরি স্টোপস ক্লিনিকের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. তানজিলা রহমান।

১২ জুন একদিনেই মারা যান চারজন চিকিৎসক। এরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মানোয়ার, জেড এইচ শিকদার মহিলা মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক ও চট্টগ্রামের বেসরকারিভাবে কর্মরত ডা. আরিফ হাসান।

১৩ জুন মারা যান বেসরকারি বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মাদ সাজ্জাদ হোসাইন।

১৪ জুন বিএমএ’র আজীবন সদস্য চট্টগ্রামের ডা. সাদেকুর রহমান ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. নজরুল ইসলাম।

১৪ জুন স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (ডেন্টাল) ডা. নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।

১৫ জুন মারা যান বিসিআইসির সাবেক অতিরিক্ত প্রধান মেডিক্যাল অফিস ডা. তৌফিকুন্নেছা ও কক্সবাজার জেলার সাবেক সিভিল সার্জন ডা. আ ন ম আব্দুল হাই।

১৬ জুন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এ. কে. এম মুজিবুর রহমান মারা যান।

১৭ জুনও একইদিনে মারা যান চার চিকিৎসক। তারা হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নুরুল হক, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শাহ আব্দুল আহাদ ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালটেন্ট ডা. রফিকুল হায়দার লিটন।

১৯ জুন বরিশাল জেনারেল হাসপাতালের রেজিস্টার ও প্রতিষ্ঠানটির ডার্মাটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এমদাদুল্লাহ খান মারা যান।

২০ জুন মারা যান বেসরকারি হাসপাতালে কর্মরত অধ্যাপক ডা. শফিক আহমেদ, কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমান রিপন ও ইমপালস হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. বজলুর রহমান।

২১ জুন মারা যান চট্টগ্রামের নাক কান গলা বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. সুনীল কুমার সরকার। ২৩ জুন নারায়ণগঞ্জের ডা. মো. আলী আসগর ও ডা. উপেন্দ্র নাথ পালের মৃত্যু হয়।

২৪ জুন মারা যান তিনজন চিকিৎসক। তারা হলেন- সিরাজগঞ্জের ডা. মো. ইউনুস আলী খান, ডা. মো. সমিরুল ইসলাম বাবু ও ডা. এস এম সাইফুল ইসলাম মারা।

২৫ জুন মারা যান ডা. ফিরোজা বানু মিনু মারা যান। ২৬ জুন ডা. মোহাম্মদ হোসেন চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে মারা যান।

২৭ জুন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামান ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোপাল শংকর দে মারা যান।

২৯ জুন মারা যান ঢাকা রতন’স ডেন্টালের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ কনসালটেন্ট ডা. সৈয়দ তমিজুল আহসান রতন।

জুলাই ২০২০

এ মাসের প্রথম দিনই অর্থাৎ ১ জুন মারা যান গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম সারওয়ার, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অধ্যাপক ডা. মো. রুহুল আমিন ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ ওয়াহাব।

৪ জুলাই মারা যান স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বিএমএ’র আজীবন সদস্য অধ্যাপক ডা. কে এম মুনতাকিম চৌধুরী।

৫ জুলাই মারা যান স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার।

৭ জুলাই ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন মারা যান।

১৪ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের রেজিস্ট্রার ডা. সুলতানা লতিফা জামান আইরিন মারা যান।

১৭ জুলাই কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি, বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. আবদুল হামিদ, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইনডোর মেডিক্যাল অফিসার ডা. কোহেল করিম মারা যান।

১৮ জুলাই জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসাইন খান চৌধুরী মারা যান।

২৫ জুলাই কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক ব্রি. জেনারেল ডা. মো শহীদুল্লাহ কোভিড-১৯ সংক্রমণ নিয়ে মারা যান।

২৬ জুলাই অর্থোপেডিক সার্জন ডা. বদিউজ্জামান হীরা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।

২৮ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক বিভাগীয় প্রধান ও সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. টি আই এম আব্দুল্লাহ আল ফারুক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।

২৯ জুলাই ডা. নারগিম মুর্শিদা বানু পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আগস্ট ২০২০

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী ৩ আগস্ট মারা যান।

৬ আগস্ট মারা যান স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক ডা. এফ বি এম আব্দুল লতিফ।

৮ আগস্ট ডা. মো. গোলাম মোস্তফা মারা যান।

৯ আগস্ট মারা যান সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের অর্থোসাজারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রেজোয়ানুল বারী শামীম।

১০ আগস্ট মারা যান রাজশাহী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মো. মোস্তাক হোসেন আনসারী।

১১ আগস্ট মারা যান স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুল হক খান।

১৬ আগস্ট কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান ডা. আফতাব উদ্দিন আহমেদ ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. মো আব্দুর রহমান।

২০ আগস্ট কোভিড-১৯ আক্রান্ত হয় মারা যান পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক উপ-পরিচালক ডা. সৈয়দ আখতার হোসেন ও জনস্বাস্থ্য ইন্সটিটিউটের সাবেক সহ-পরিচালক ডা. এ বি এম সিদ্দিকুল ইসলাম।

২৮ আগস্ট মারা যান বিএম ‘র আজীবন সদস্য ডা. আব্দুল্লাহ আল মাহমুদ ও কুমিল্লা জেলার সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. মো আব্দুল মতিন পাটোয়ারী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।

সেপ্টেম্বর ২০২০

২ সেপ্টেম্বর মারা যান ডা. বি এম ফারুক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে।

৩ সেপ্টেম্বর মারা যান ইব্রাহীম মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ডা. শামসুন নাহার বেলা।

৭ সেপ্টেম্বর মারা যান অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকুর রহমান ও অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর।

৮ সেপ্টেম্বর মারা যান অধ্যাপক ডা. সুরাইয়া রওশন আর বেগম ও জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী।

১৭ সেপ্টেম্বর মারা যান ডা. মো ওবায়দুর রহমান কোভিড-১৯ আক্রান্ত হয়ে।

২৮ সেপ্টেম্বর ডা. হেদায়েতুল ইসলাম মারা যান কোভিড-১৯ আক্রান্ত হয়ে।

অক্টোবর ২০২০

১ অক্টোবর মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন।

১১ অক্টোবর কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম।

১৩ অক্টোবর মারা যান ডা. কাউসার আহমদ মজুমদার।

১৪ অক্টোবর মারা যান ডা. রমেশ চন্দ্র নাথ ও ডা. মো খলিল উদ্দিন।

২৫ অক্টোবর মারা যান অধ্যাপক ডা. এ কে এম মাসুদুর রহমান।

২৯ অক্টোবর মারা যান বীর মুক্তিযোদ্ধা ডা. সেলিম আহমেদ।

৩০ অক্টোবর কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ জলিল।

নভেম্বর ২০২০

১ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ডা. সৈয়দ সাজ্জাদ কামাল হিরু।

৩ নভেম্বর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মমেক ১৬ ব্যাচের শিক্ষার্থী ডা. নাসির উদ্দিন আহমেদ।

৮ নভেম্বর এ এম জেড হাসপাতালে মারা যান অধ্যাপক ডা. এ বি এম আলী আকবর বিশ্বাস।

১৪ নভেম্বর মমেক ১৫ ব্যাচের শিক্ষার্থী ডা. এ বি এম মাকসুদুল সালেহীন মারা যান।

১৫ নভেম্বর ডা. মো. রেজাউর রহমান প্রধান মারা যান রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে।

১৮ নভেম্বর চমেক ব্যাচ ১১ এর শিক্ষার্থী ডা. নুরুল ইসলাম মৃত্যুবরণ করেন।

১৯ নভেম্বর ডা. আ জ ম শফিউল আলম শাহ্ (বাবু) বিএসএমএমইউতে মৃত্যুবরণ করেন।

২৯ নভেম্বর ডা.মজিবুর রহমান খান হীরা মৃত্যুবরণ করেন।

২৯ নভেম্বর ডা. বুশরা সারওয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ডিসেম্বর ২০২০

৩ ডিসেম্বর শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম শামসুল হক মৃত্যুবরণ করেন।

৬ ডিসেম্বর কুমেক ব্যাচ-৪ এর শিক্ষার্থী ডা. আইরিন পারভীন মৃত্যুবরণ করেন।

৯ ডিসেম্বর ডা. সাইদুল ইসলাম মৃত্যুবরণ করেন।

১৩ ডিসেম্বর ডা. রাশেদ সারওয়ার আলম রনির মৃত্যু হয়।

১৩ ডিসেম্বর অধ্যাপক ডা. মো. আবদুল কাদির খান মারা যান।

১৯ ডিসেম্বর ডা. গাজী শফিকুল আলম চৌধুরী ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

২০ ডিসেম্বর অধ্যাপক ডা. আবদুল মুক্তি সরকার মৃত্যুবরণ করেন।

২১ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোহাম্মদ হাসান মুরাদ মৃত্যুবরণ করেন।

২১ ডিসেম্বর ঢাকা বক্ষব্যাধি হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. মো. নিজাম উদ্দিন ভুঁইয়া মৃত্যুবরণ করেন।

২৫ ডিসেম্বর নিবেদিতা শিশু হাসপাতালের পরিচালক ও শিশু হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল করিম বাবুল মৃত্যুবরণ করেন।

২৮ ডিসেম্বর সিলেটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সাবেক প্রভাষক ডা. শেখ সায়েম মৃত্যুবরণ করেন।

২৮ ডিসেম্বর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাআতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম শামসুল হক মৃত্যুবরণ করেন।

৩০ ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন মৃত্যুবরণ করেন।

জানুয়ারি ২০২১

বছরের প্রথম চারদিন কোনো দুঃসংবাদ শুনতে হয়নি। ৫ জানুয়ারি মারা যান সাভার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ডা. আবুল কাশেম কোভিড-১৯ সংক্রমিত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

৬ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজের ৩১ তম ব্যাচের শিক্ষার্থী ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেসপিরেটরী মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামাণিক (স্বপন) কোভিড-১৯ আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মৃত্যুবরণ করেন।

৭ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজের ব্যাচ আরএমসি-১৫ এর ছাত্র ও বগুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা, বিশিষ্ট এনেসথেসিওলজিস্ট ডা. মো. আবদুর রশীদ কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। একইদিন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের (ব্যাচ এসবিএমসি-০৪) শিক্ষার্থী ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের কনসালটেন্ট, চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. আনোয়ার হোসেন রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে।

২৬ জানুয়ারি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ও স্কয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কাজী মো. নাসের আহমেদ স্কয়ার হাসপাতালেই মৃত্যুবরণ করেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে।

ফেব্রুয়ারি ২০২১

১২ ফেব্রুয়ারি রাজধানীর নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অ্যানেসথেসিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদুর খন্দকার কোভিড-১৯ আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ১৯ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মার্চ ২০২১

০৯ মার্চ রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোভিড-১৯-এ আক্রান্ত অধ্যাপক ডা. নাজমুল হক। তিনি নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান ছিলেন।

১৫ মার্চ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম সুলতান উল আলম চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের এই শিক্ষার্থী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ সৈনিক ছিলেন।

২৭ মার্চ রাজশাহী মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুল হান্নান কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান। তিনি রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান।

এপ্রিল ২০২১

২ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ও সাভার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এনেসথেসিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুর-ই-আলম পাটোয়ারী রাজধানীর আয়েশা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৫ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-১২তম ব্যাচের শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. বদরুল হক টিটু কোভিড-১৯ সংক্রমণ নিয়ে মারা যান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে।

৬ এপ্রিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ২৭ তম ব্যাচের শিক্ষার্থী ডা. নুরুল হাসান শোয়েব রাজধানীর কুয়েত-মৈত্রী সরকারি হাসপাতালে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ।

৮ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির বায়োকেমিস্ট্রি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. মোহাম্মদ ওবায়দুল্লাহ কোভিড-১৯ সংক্রমণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধানও ছিলেন।

৯ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ ১৭ তম ব্যাচের শিক্ষার্থী ডা. আব্দুল লতিফ কোভিড-১৯ সংক্রমণ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মারা যান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

৯ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির সাবেক উপ-পরিচালক ডা. গাজী সাইফুল আলম চৌধুরী স্বপন কোভিড-১৯ সংক্রমণ নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।

১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজের কে-৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মোজাদ্দেদ মেহেদী কোভিড-১৯ সংক্রমণ নিয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মারা যান। তিনি প্রতিষ্ঠানটির কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।

১১ এপ্রিল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চিকিৎসা কর্মকর্তা ডা. শরীফুল আহসান কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান।

১৩ এপ্রিল ডা. উপেন্দ্র নাথ শীল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরীর অবসরপ্রাপ্ত ইউএইচএন্ডএফপিও ছিলেন।

১৬ এপ্রিলে ডা. রেজাউল করিম বাদল রাজধানীর এমএইচ শমরিতা হাসপাতালে মৃত্যুবরণ করেন। একই দিন বারডেম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন ডা. মমিনুল আলম। বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ মুজাহিদ হোসেন রতন মৃত্যুবরণ করেন কোভিড-১৯ সংক্রমিত হয়ে।

১৭ এপ্রিল অধ্যাপক ডা. আবু আহমেদ আশরাফ আলী সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন কোভিড-১৯ সংক্রমিত হয়ে।

২০ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল মজিদ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড-১৯ সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন।

২২ এপ্রিল অধ্যাপক ডা. মো. ফজলুল হক গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

২৪ এপ্রিল কোভিড-১৯ সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার। দেশে তার নেতৃত্বে সবচাইতে বেশি নমুনা পরীক্ষার দৃষ্টান্ত স্থাপন করা হয়।

২৫ এপ্রিলে অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির মুকুল সম্মিলিত সামরিক হাসপাতালে ও ডা. আশিষ কুমার বণিক উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন।

২৬ এপ্রিল অধ্যাপক ডা. এ বি এম শামসুল হুদা আইসিডিডিআর’বি ও ডা. মো. মাহবুবুল ইসলাম রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

২৭ এপ্রিল ডা. ফরিদুল আলম রেজা শোকরানা এসআইবিএল হাসপাতালে মৃত্যুবরণ করেন। একই দিন ডা. মো আব্দুল ওহাব তরফদার মারা যান বারডেম জেনারেল হাসপাতালে।

মে ২০২১

৭ মে ডা. মো. মাহমুদুর রহমান নিলু বিএসএমএমইউতে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান।

২৯ মে ডা. এ এ গোলাম মর্তুজা হারুন সিএসসিআর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

জুন ২০২১

২১ জুন অধ্যাপক ডা. কে এম সাইফুল ইসলাম ডেভিড কোভিড-১৯ সংক্রমিত হয়ে বিএসএমএমইউতে মারা যান।

২৫ জুন ডা. দিনার জেবিন চট্টগ্রামে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান।

৩০ জুন ডা. মো. মোস্তাফিজুর রহমান মারা যান চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে।

জুলাই ২০২১

৫ জুলাই ডা. আলী আশরাফ সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

৮ জুলাই ডা. আ ন ম আব্দুর রাজ্জাক কোভিড-১৯ সংক্রমিত হয়ে বিএসএমএমইউতে মারা যান।

৯ জুলাই মারা যান ডা. জেসমিন সুলতানা শান্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

একই দিন ডা. মাজেদ আলী টাঙ্গাইলের শেখ হাস্না কলেজ হাসপাতালে মারা যান।

ডা. মুহাম্মদ হাফিজ উদ্দিনও ৯ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান।

১১ জুলাই মারা যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম আসগর আলী হাসপাতালে মারা যান।

১৩ জুলাই মারা যান ডা. মো. শহীদুল ইসলাম। তিনি রাজশাহী মেডিকেল কলেজে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান।

১৩ জুলাইতেই মারা যান অধ্যাপক ডা. সৈয়দ মো. মোস্তফা কামাল। তিনি রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে মারা যান কোভিড-১৯ সংক্রমিত হয়ে।

২০ জুলাই ঢাকার আজগর আলী হাসপাতালে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান ময়মনসিংহ মেডিকেল কলেজ ও ইবনে সিনা মেডিকেল কলেজের এমএস রেসিডেন্ট ফেজ’র চিকিৎসক ডা. হালিমা আকন্দ।

২২ জুলাই খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান রাজশাহী মেডিকেল কলেজ থেকে ১৯৭৩ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করা ডা. সরদার বদর উদ্দিন।

একই দিন অর্থাৎ ২২ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী ডা. জারিন তাসনিম রিমি।

২৩ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান রংপুর মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও স্বাস্থ্য অধিদফতরের প্রাক্তন উপ-পরিচালক ডা. মো. এমদাদুল হক।

২৫ জুলাই চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে কোভিড-১৯ সংক্রমিত হয়ে মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ডা. এ জে এম শামসুদ্দিন চৌধুরী।

২৮ জুলাই বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোভিড-১৯ সংক্রমিত ডা. শাহনেওয়াজ বেগম। স্ত্রী ও প্রসূতিবিদ্যার এই বিশেষজ্ঞ চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

৩১ জুলাই হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ডা. আলিজা আয়েশা কোভিড-১৯ সংক্রমিত হয়ে ঢাকায় মারা যান।

আগস্ট ২০২১

২ আগস্ট রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসাধীন অবস্থায় মারা যান গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ।

একইদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ (শাফী)।

৩ আগস্ট রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজশাহী মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী ও বিএমএ রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দিন (পাতা)।

একইদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে কোভিড-১৯ সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ।

৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশাল মেডিক্যাল এসোসিয়েশনের আজীবন সদস্য সহযোগী অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমিন। তিনি ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজে চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।

একইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সেই হাসপাতালেরই এনাটমি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম (ক্যাপ্টেন স্যার)।

১৫ আগস্ট রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান সাতক্ষীরা জেলার সাবেক সিভিল সার্জন ও রংপুর মেডিকেল কলেজের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ডা. সালেহ আহমেদ।

১৯ আগস্ট রাজধানীর বিএসএমএমইউতে কিশোরগঞ্জ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের এনেসথেসিওলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান মারা যান।

২০ আগস্ট খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা যান খুলনা বিনোদিনী স্মৃতি হাসপাতালের প্রাক্তন চক্ষু চিকিৎসক ডা. মো. মোজাম্মেল হক। তিনি ঢাকা মেডিকেল কলেজের ১৯৫৩-৫৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

২৯ আগস্ট রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজে মারা যান সাতক্ষীরা মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ডা. রুকন জামান।

অক্টোবর ২০২১

২০২১ সালের ২১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বিএমএ’র আজীবন সদস্য ও রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন উর রশীদ।

জানুয়ারি ২০২২

২৮ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক (পিআরএল) ডা. জাহেদুল ইসলাম।

এ ক্ষতি পূরণ হওয়ার নয়

এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল সারাবাংলাকে বলেন, আমরা দেশের অনেক প্রখ্যাত চিকিৎসকদের হারিয়েছি এই কোভিড-১৯ মহামারি সময়ে। এই ক্ষতি অপূরণীয়। আমরা হারিয়েছি এমন অনেক অধ্যাপককে যাদের জায়গা পূরণ হতে আরও অনেক সময় প্রয়োজনও। এছাড়াও রোগীদের সরাসরি সংস্পর্শে যায় অ্যানেস্থিশিয়ার চিকিৎসকরা। তাদেরও অনেকে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। এমনিতেই আমাদের দেশে অ্যানেস্থিশিয়ার চিকিৎসক সংকট রয়েছে। তার উপরে এমন অনেক চিকিৎসকের চলে যাওয়া নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, দেশের স্বাধীনতাযুদ্ধে যদি পেশাগত দিক বিবেচনা করা হয় তবে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শহিদ হয়েছেন চিকিৎসকরা। কোভিড-১৯ মহামারিকালেও দেশের জন্য সবাই ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তাদের সুরক্ষার বিষয় নিয়ে ছিল কর্তৃপক্ষের উদাসীনতা।

এ বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান সারাবাংলাকে বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ সংখ্যক চিকিৎসক শহিদ হয়েছিলেন যা পেশাগত দিক বিবেচনায় ছিল সবচেয়ে বেশি। এই কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় দেখা গেল, তার চেয়েও বেশি চিকিৎসক মারা গেছেন। একজন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হতে অনেক সময় লাগে। কিন্তু আমরা এই ৭০৫ দিনে হারিয়ে ফেলেছি অনেক বিশেষজ্ঞ চিকিৎসককে। এই ক্ষতি সহজে পূরণ হওয়ার মতো নয়।

সারাবাংলা/এসবি/একে

করোনা করোনা মোকাবিলা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর