শিশুটি খেলছিল, ধসে পড়া দেয়াল কেড়ে নিল প্রাণ
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সড়কের পাশে সীমানা দেওয়াল ধসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত সাদিয়া তাবাসসুম ইমু (৯) পূর্ব কাটগড় এলাকার মোহাম্মদ ইদ্রিসের মেয়ে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পতেঙ্গার পূর্ব কাটগড় তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সারাবাংলাকে বলেন, ‘তিন তলা মসজিদ সংলগ্ন সীমানা দেয়াল দিয়ে ঘেরা অ্যাডভোকেট আব্দুল হামিদের একটি খালি জায়গা আছে। ওই দেয়াল ঘেঁষে সড়কে তিন-চারটি স্থানীয় শিশু খেলছিল। এসময় পুরনো সীমানা দেওয়ালটি ধসে পড়লে গুরুতর আহত হয় ইমু।’
আহত অবস্থায় ইমুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানান ওসি।
দেয়াল ধসে আরও দুই শিশু আহত হয়েছেন বলেও জানিয়েছেন ওসি কবির হোসেন।
সারাবাংলা/আরডি/টিআর