Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২২ ২০:০১

বগুড়া: শেরপুর উপজেলায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুলাভাই শাহীন আলমকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। শাহীন আলম ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত দুই বছর আগে উপজেলার রাজমিস্ত্রি সোলায়মান আলী বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকেই দুলাভাই শাহীন আলম ওই গৃহবধূকে নানাভাবে উত্যক্ত করতো। এমনকি তাকে কুপ্রস্তাবও দেওয়া হয়। কিন্তু লম্পট দুলাভাইয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গত ৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে বাড়িতে ওই গৃহবধূকে একা পেয়ে দুলাভাই শাহীন আলম তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে থানায় মামলা নেওয়া হয়। সেইসঙ্গে মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বৃহস্পতিবারই বগুড়ায় আদালতে পাঠানো হয়।’

এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

দুলাভাই দুলাভাই গ্রেফতার ধর্ষণের অভিযোগ শ্যালকের স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর