Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে বিকল্পধারা

সারাবাংলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৭

সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশন (ইসি) পদে মনোনয়নের জন্য প্রস্তাব আকারে নামের তালিকা জমা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের কাছে এ তালিকা জমা দেওয়া হয়। বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে দলটির সহ দফতর সম্পাদক আমিনুল ইসলাম বুলু তালিকা হস্তান্তর করেন।

এর আগে, সার্চ কমিটির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিকল্পধারা বাংলাদেশের কাছেও প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে মনোনয়নের জন্য আইন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন অনধিক ১০ জনের নাম ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ প্রস্তাব আকারে পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়।

চিঠির পরিপ্রেক্ষিতে বিকল্পধারার পক্ষ থেকে এই তালিকা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। সার্চ কমিটির সভাপতি বরাবর দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের পক্ষে যুগ্ম মহাসচিব এনায়েত কবিরের সই করা ফরোওয়ার্ডিং লেটারসহ বদ্ধ খামে পাঁচ জন ব্যক্তির নামের তালিকা ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়।

বিকল্পধারার পক্ষ থেকে প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। বাসস।

সারাবাংলা/টিআর

নামের তালিকা জমা নির্বাচন কমিশন বিকল্পধারা সার্চ কমিটি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর