Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

’মক্কা-মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ’


১২ এপ্রিল ২০১৮ ১৫:৪৫ | আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ১৫:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে অংশ নিলেও সামরিক কর্মকাণ্ডে অংশ নেবে না বাংলাদেশ। তবে কখনো সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরী আক্রান্ত হলে, তা রক্ষায় সৈন্য পাঠাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব ও যুক্তরাজ্য সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও দক্ষ কূটনৈতিক তৎপরতায় সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক আরো জোরালো ও বহুমুখী হয়েছে। আবহমান ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি সামরিক ক্ষেত্রেও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে।

সৌদির নেতৃত্বে সন্ত্রাসবিরোধী ইসলামি সামরিক জোটে অংশ নেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই সামরিক জোটের চলমান গাল্ফ শিল্ড ওয়ান নামের সামরিক মহড়ায় বাংলাদেশ সক্রিয় অংশ নিচ্ছে। তার মানে এই নয় যে বাংলাদেশ এই জোটের অধীনে যুদ্ধে যাবে। বাংলাদেশ এখনো এই জোটে অপশনাল হিসেবে রয়েছে। বাংলাদেশ এই জোটের মধ্য দিয়ে কোনো যুদ্ধে যাচ্ছে না। তবে মুসলমানদের পবিত্র স্থান ‘মক্কা’ ও ‘মদিনা’ আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ।

সারাবাংলা/জেআইএল/এমআইএস

প্রধানমন্ত্রী সৌদি আরব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর