Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু কমে ২৭, সংক্রমণ কমে ৫২৬৮

সারাবাংলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে আগের দিনের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ৪১ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ২৭। অন্যদিকে, আগের দিনের ৭ হাজার ২৬৪ জনের বিপরীতের গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জনের শরীরে।

এদিকে, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হারও কমেছে। আগের দিন এই হার ছিল ১৬ দশমিক ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার কমে হয়েছে ১৫ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক এবং কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৬টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৫৮টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের নমুনাসহ এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৭টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৭৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ১৯ হাজার ৮৩৬টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪২ লাখ ১২ হাজার ২৪০টি।

কমেছে সংক্রমণ ও শনাক্তের হার

আগের দিন দেশে ৭ হাজার ২৬৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৫ হাজার ২৬৮। এ নিয়ে দেশে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।

বিজ্ঞাপন

নতুন সংক্রমণের মতো গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও কমেছে। আগের দিন এই হার ছিল ১৬ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার কমে হয়েছে ১৫ দশমিক ৪৬ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১১ হাজার ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক শূন্য ১৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যু কমে ২৭

আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণ নিয়ে মারা গেছেন ২৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ৭৭১ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত এই ২৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ, বাকি ১২ জন নারী। এর মধ্যে ২৩ জন সরকারি ও চার জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

অর্ধেক মৃত্যু ঢাকায়, মৃত্যু নেই রংপুর-ময়মনসিংহে

গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বাদে দেশের ছয় বিভাগেই করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪ জন, তথা অর্ধেকেরও বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ জন চট্টগ্রাম ও তৃতীয় সর্বোচ্চ চার জন খুলনা বিভাগে মারা গেছেন। এছাড়া দুই জন সিলেট বিভাগে এবং এক জন করে মারা গেছেন রাজশাহী ও বরিশাল বিভাগে।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত ২৭ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জনের বয়স ৬১ থেকে ৭০ বছর, দ্বিতীয় সর্বোচ্চ সাত জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, তৃতীয় সর্বোচ্চ পাঁচ জনের বয়স ৭১ থেকে ৮০ বছর। এছাড়া ৩১ থেকে ৪০ বছর, ৪১ থেকে ৫০ বছর ও ৯১ থেকে ১০০ বছর বয়সী মারা গেছেন এক জন করে। ১০ বছরের কম বয়সী এক শিশুরও মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর