শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে সার্কিট হাউজে শাবিপ্রবি শিক্ষার্থীরা
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩২
উপাচার্যের পদত্যাগ ও অন্যান্য দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এরই মধ্যে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সিলেট সার্কিট হাউজে পৌঁছায় শিক্ষার্থীদের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা সার্কিট হাউজে পৌঁছেছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন।
আরও পড়ুন- শিক্ষামন্ত্রী শাবিপ্রবিতে যাচ্ছেন আজ
শিক্ষার্থীদের প্রতিনিধি দলে রয়েছেন— মুহাইমিনুল বাশার রাজ (ফিজিক্স), ইয়াসির সরকার (ফিজিক্স), নাফিসা আনজুম (লোকপ্রশাসন), সাব্বির আহমেদ (লোকপ্রাশাসন), আশিক হোসাইন মারুফ (ওশেনোগ্রাফি), সাবরিনা শাহরিন রশীদ (ফিজিক্স), সুদীপ্ত ভাস্কর (ফিজিক্স), শাহরিয়ার আবেদীন (ফিজিক্স), আমেনা বেগম (সিভিল), মীর রানা (অর্থনীতি) ও জাহিদুল ইসলাম অপূর্ব।
শিক্ষার্থীরা বলছেন, উপাচার্যের পদত্যাগসহ বেশকিছু দাবি রয়েছে তাদের। এসব দাবি তারা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরবেন। একইসঙ্গে শিক্ষামন্ত্রীকে তারা শাবিপ্রবি ক্যাম্পাসেও নিয়ে যেতে চান।
এর আগে, শাবিপ্রবিতে চলমান সংকট নিরসন করতে সকাল ৯টার দিকে সিলেটে পৌঁছান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ সেখানে উপস্থিত ছিলেন। রাতেই শিক্ষামন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সারাবাংলা/টিআর