Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোর্টকে মিসলিড করে অর্ডার নেওয়া নৈতিক নয়: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১০

ঢাকা: শুধুমাত্র মক্কেলের দিকে তাকিয়ে কোর্টকে মিসলিড (আদালতকে ভুল বুঝিয়ে) করে কোনো অর্ডার নেওয়া নৈতিক নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত ১৫ দিনব্যাপী ‘বইমেলা-২০২২’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি তার বক্তব্যে মামলার যুক্তিতর্কের সময় আইনজীবীদের শতভাগ সৎ থাকার পরামর্শ দেন। এ সময় তিনি বলেন, ‘শুধু মক্কেলের দিকে তাকিয়ে কোর্টকে মিসলিড করে কোনো অর্ডার নেওয়া নৈতিক নয়। কোনোভাবেই নৈতিক নয়।’

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, মক্কেলের দুর্বলতার সুযোগে বেশি অর্থ নেওয়া নৈতিকতার বিষয়। অনেক আইনজীবী আছেন যারা পয়সার লোভ করেন না। আমাদের পাল বাবু ছিলেন ২০ হাজার ১ টাকা ফি নিতেন। মাহমুদুল ইসলাম সাহেবও। একবার মাহমুদুল ইসলামকে সিনিয়র হিসেবে একটি মামলায় যুক্ত করি এবং ফিসও দিয়েছি। উনি আপিল বিভাগে যাওয়ার আগেই মামলা নিষ্পত্তি হয়ে গেল। আমরা জিতে গেলাম। আমি কোর্ট থেকে বেরিয়ে দেখি স্যার আসছেন। আমি থামিয়ে বললাম মামলার শুনানি শেষ, আমরা জিতে গেলাম। তখন তিনি মক্কেলকে দেখা করতে বললেন। মক্কেল দেখা করার পর তিনি পুরো টাকা ফেরত দিয়েছেন। তিনি বলেছেন, মামলায় হাজির হতে পারেননি তাই ফেরত দিয়েছেন। এটি কিন্তু নৈতিকতা বা নীতির মাপকাঠি। এরকম আইনজীবী ছিলেন। আপনাদের মধ্যে এ রকম অনেককে চিনি।’

আইনজীবী হওয়ার শর্টকাট কোনো মেথড নেই উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করতে হবে। সে জন্য আপনাদের নামের আগে বিজ্ঞ বসে। অন্যদের তা বলা হয় না। এই বিজ্ঞতা অর্জন করতে হলে আমাদের পড়তে হবে।’

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজলের পরিচালনায় অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতারাসহ সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

প্রধান বিচারপতি হাইকোর্ট

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর