Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি ও পৌরসভার রাস্তা আইডিভুক্তির প্রক্রিয়া ঠিক করতে সময় ৭ দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৮

ঢাকা: দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার রাস্তা আইডিভুক্ত না করে অর্থ বরাদ্দ দেওয়া যাবে না— এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সিটি করপোরেশন ও পৌরসভার রাস্তা দ্রুত আইডিভুক্ত করার প্রক্রিয়া নির্ধারণ করতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করতে বলেছেন তিনি। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সিটি করপোরেশন ও পৌরসভার অধিক্ষেত্রে বিদ্যমান রাস্তার বিপরীতে পরিচিত নম্বর প্রদান সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সিটি করপোরেশন ও পৌরসভার রাস্তাগুলো আইডিভুক্ত না থাকায় অনেক জায়গায় একই রাস্তায় একাধিকবার কাজ করা হয়। একবার প্রকল্প থেকে, আরেকবার তাদের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়ে থাকে। একবছর পরে আবার রক্ষণাবেক্ষণ করতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এতে একদিকে যেমন অর্থের অপচয় হয়, অন্যদিকে অব্যবস্থাপনা থাকায় অনিয়মের সুযোগও থাকে।

রাস্তাগুলোর কোনো রেকর্ড না থাকায় এই সমস্যা তৈরি হচ্ছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, সব রাস্তার আইডি নম্বর করতে পারলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া বাজেট নির্ধারণ করা সহজ হবে। একই রাস্তার দুই বার কাজ করার সুযোগ থাকবে না।

প্রতিটি সিটি করপোরেশন ও পৌরসভায় একটি ডেস্ক খোলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, এই ডেস্ক রাস্তার উন্নয়ন করার আগে আইডি নম্বর আছে কি না, তা চেক করবে। না থাকলে আইডিভুক্ত করার ব্যবস্থা নেবে। এরপর উন্নয়ন কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সাফল্যের সঙ্গে রাস্তার আইডি নম্বর নির্ধারণ করছে। প্রাথমিক অবস্থায় এই প্রতিষ্ঠানটিও কিন্তু সারাদেশে একযোগে কাজ শুরু করতে পারেনি। রাস্তার উন্নয়ন কাজ করতে গিয়ে সেই রাস্তাকে আইডিভুক্ত করেছে। আইডিভুক্ত না হওয়া পর্যন্ত তারা উন্নয়ন কাজের জন্য বিবেচনায় নেননি।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সব রাস্তা একসঙ্গে আইডিভুক্ত করা কঠিন ও সময়সাপেক্ষ। তাই রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজ করার আগে আইডিভুক্ত করতে পারলে প্রতিনিয়ত নতুন নতুন রাস্তা আইডিভুক্ত করা সম্ভব হবে। এলজিইডি যে পদ্ধতি অনুসরণ করে আইডিভুক্ত করছে, সে পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। অথবা নতুন কোন পদ্ধতিতে সিটি করপোরেশন ও পৌরসভার রাস্তাগুলোকে আইডিভুক্ত করা সহজ হবে, সেটি নির্ধারণ করতে হবে।

সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা উত্তর-দক্ষিণ ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/টিআর

পৌরসভার রাস্তা মন্ত্রী তাজুল ইসলাম রাস্তা আইডিভুক্ত করা সিটি করপোরেশনের রাস্তা স্থানীয় সরকারমন্ত্রী

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর