Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হারালেন সাংবাদিক সুশোভন অর্ক

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ২১:২১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪২

ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটের সাব-এডিটর সুশোভন অর্কের মা তুলিকা বিশ্বাস মারা গেছেন। তিনি দীর্ঘদিন লিভারের জটিলতায় ভুগছিলেন।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামে নিজ বাসভবনে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তুলিকা বিশ্বাস। তার বয়স হয়েছিল ৬১ বছর।

তুলিকা বিশ্বাসের মৃত্যুতে সারাবাংলা পরিবার গভীর শোকাহত ও দুঃখপ্রকাশ করছে। সারাবাংলা পরিবার প্রয়াত তুলিকা বিশ্বাসের আত্মার প্রশান্তি কামনা করছে।

সুশোভন অর্কের বাবা ব্রজ গোপাল সরকার একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।

শিক্ষাজীবনে তুলিকা বিশ্বাস মেধাবী শিক্ষার্থী ছিলেন। লেখাপড়া করেছেন নেত্রকোনা গার্লস স্কুল অ্যান্ড কলেজে। রবীন্দ্র সংগীতশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল।

লেখাপড়া শেষ করে তুলিকা বিশ্বাস কর্মজীবন শুরু করেন হলি ফ্যামিলি হাসপাতালের নার্স হিসেবে। পরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। পেশাগত জীবনে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। সবশেষ নেত্রকোনার বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান।

মৃত্যুকালে তুলি বিশ্বাস স্বামী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সারাবাংলা/টিআর/একে

তুলিকা বিশ্বাস সারাবাংলা ডটনেট সুশোভন অর্ক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর