Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চ মালিক হামজালালের জামিন নাকচ, মামলা নৌ আদালতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৩

বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা নৌ-আদালতে পাঠানোর আদেশ দিয়েছে ঝালকাঠির একটি আদালত।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মামলার ধার্য তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইমরানুর রহমান এ আদেশ দেন। একইসঙ্গে মামলার আসামির পক্ষের জামিনের আবেদনও নৌ আদালতে শুনানি হবে বলে এই আদেশে বলা হয়।

এর আগে, সকালে লঞ্চ মালিক হামজালাল শেখসহ আসামিদের পক্ষে আইনজীবী জামিন আবেদনসহ মামলাটি স্থগিতের আবেদন করেন।

আসামি পক্ষের আনইনজীবী জি.কে মোস্তাফিজুর রহমান বলেন, ‘একই অপরাধের মামলা দেশের বিভিন্ন আদালতে চলতে পারে না। এছাড়া মামলাটি নৌ অপরাধ আইনে হওয়ায় কেবলমাত্র সেখানেই বিচারিক কার্যক্রম চলার আইনগত বিধান রয়েছে। এ কারণে ঝালকাঠি আদালতে মামলা চলতে পারে না উল্লেখ করে মামলার স্থগিত আদেশ চেয়ে আসামিদের জামিন আবেদন করেন তিনি।’

আদালতের জিআরও জানান, বিকালে বিচারক এ এইচ এম ইমরানুর রহমান মামলাটি নৌ আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন। সেইসঙ্গে জামিনের সিদ্ধান্তও নৌ আদালতে নেওয়ার আদেশ দেন।

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের নিখোঁজ ৪ জনের এক আত্মীয় মনির হোসেন বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর ঝালকাঠি সদর থানায় দায়িত্বে অবহেলায় মৃত্যুর অভিযোগে লঞ্চ মালিক হামজালাল শেখসহ ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর দিনগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে প্রায় অর্ধশত লোকের প্রাণহানি হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জামিন নাকচ নৌ আদালত লঞ্চ মালিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর