Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানন্দায় হিন্দুদের পূণ্য স্নান উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৭

চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর মকরমপুর শ্মশানঘাটে হিন্দু সম্প্রদায়ের স্নান উৎসব পালিত হয়েছে। মকরমপুর মহাশ্মশান কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে এই উৎসব শুরু হয়।

পূণ্য স্নান উৎসবে জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন। স্নান শেষে বাড়ি ফেরার সময় প্রত্যেকে ঘটি-বাটিতে করে গঙ্গার জল নিয়ে যায়।

বিজ্ঞাপন

হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসবে শুভেচ্ছা বিনিময় করতে যান শ্রী শ্রী শ্যমরায় দেব বিগ্রহ স্টেটের মহন্ত মহারাজ শ্রী ক্ষিতীশ চন্দ্র আচারিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

উৎসবকে ঘিরে বিভিন্নস্তরের নিরাপত্তা জোরদার করে স্থানীয় প্রশাসন। এ উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালা কীর্তনের আয়োজন করা হয়।

সারাবাংলা/এমও

পুণ্য স্নান মহানন্দা স্নান উৎসব

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর