দেড় বছরের বাড়ি ভাড়া বাকি সোনিয়ার
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৫
ভারতের মানবাধিকার কর্মী সুজিত প্যাটেলের তথ্য অধিকার আইনে করা এক মামলার শুনানিতে কেন্দ্র সরকারের আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ১০ নম্বর জনপথ রোডে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর বাসভবনের ভাড়া বাকি আছে চার হাজার ৬১০ রুপি। সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে এই ভবনের ভাড়া পরিশোধ করা হয়েছিল।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
এর বাইরেও, আকবর রোডেস্থ কংগ্রেসের প্রধান কার্যালয়ের ভাড়া ২০১৩ সাল থেকে বাকি পড়ে আছে। এই ভবনের ভাড়া বাকি পড়েছে ১২ লাখ ৬৯ হাজার ৯০২ রুপি।
শুধু তাই নয়, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব ভিনসেন্ট জর্জের নিউ দিল্লির বাসভবনের ভাড়াও ২০১৩ সালের আগস্টের পর থেকে পরিশোধ করা হয়নি। এ ভবনের ভাড়া বাকি পড়েছে পাঁচ লাখ সাত হাজার ৯১১ রুপি।
এনডিটিভি বলছে, ২০১০ সালের জুনে কংগ্রেসকে রাউজ অ্যাভিনিউতে অফিস তৈরির জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। কংগ্রেসকে বলা হয়েছিল, ২০১৩ সালের মধ্যে আকবর রোডের অফিস এবং আরও কয়েকটি বাংলো খালি করতে হবে। তবে ভারতের প্রাচীনতম এই রাজনৈতিক দল একাধিকবার সময়সীমা বাড়িয়ে নিলেও এখনও প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি।
সারাবাংলা/একেএম