Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে নারীকে পুড়িয়ে হত্যা: সাবেক স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪৬

মানিকগঞ্জ: সাবেক স্বামীর লাগানো আগুনে ঝলসে যাওয়া গার্মেন্টস কর্মী সাথী আক্তার মারা গেছেন। গতকাল বুধবার মধ্যরাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২৮ জানুয়ারি মধ্যরাতে সাবেক স্বামী পেট্রোল দিয়ে তার ঘর ও গায়ে আগুনে ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গার্মেন্টস কর্মী সাথী আক্তারের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পারিবার। এই ঘটনায় ওই গার্মেন্টস কর্মীর সাবেক স্বামী নাঈমকে র‍্যাব-৪ গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, মানিকগঞ্জ র‍্যাব-৪, সিপিসি ৩ এর একটি অভিযানিক দল পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে হত্যার চেষ্টার দায়ে সাথীর সাবেক স্বামী নাঈমকে গ্রেফতার শেষে কারাগারে পাঠিয়েছে।

গার্মেন্টস কর্মী সাথীর বড় ভাই সোহেল হোসেন বলেন, ‘জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফেরাজীপাড়া-কাটাখালী এলাকার নিজ বাড়িতে মা এবং ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলো সাথী। ২৮ জানুয়ারি মধ্যরাতে সাথীর সাবেক স্বামী নাঈম ভাঙা জানালা দিয়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে করে সঙ্গে সঙ্গে সাথীর হাত-মুখ ঝলসে যায়।’

এরপর সাথীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার অবনতি হলে সাথীকে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করেন হাসপাতালের চিকিৎসকেরা। সেখানে টানা ১২ দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমান সাথী।

সাথীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এমও

গার্মেন্টস কর্মী নারীকে পুড়িয়ে হত্যা সাবেক স্বামী