Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৯

প্রতীকী ছবি

নেত্রকোনা: সীমান্তবর্তী দুর্গাপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাঁন মিয়া (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের পলাশকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা চাঁন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। নিহত চাঁন মিয়া দূর্গাপুর পৌর এলাকার বালিকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত সিএনজিচালক নুরু আলম (৩০) ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। অপর একজন সিএনজি যাত্রী হলুদ মিয়াকে (৩৫) ময়মনসিংহ থেকে গতকাল বুধবার রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি দূর্গাপুরের দিকে আসছিল। পথের মধ্যে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের পলাশকান্দি নামক স্থানে দূর্গাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজিতে থাকা দুই যাত্রীসহ চালক গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিনজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠান।

দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এনএস

ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ নেত্রকোনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর