Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিলামে ইভ্যালির ৭ গাড়ি ২ কোটি ৯০ লাখে বিক্রি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৩

ঢাকা: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি নিলামে ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানটির আরও চারটি গাড়ির সন্ধান পাওয়া গেছে। আগামী রোববারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যে ওইসব গাড়ি জমা দেওয়া না হলে পুলিশি অভিযান পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলাম শেষে এসব তথ্য জানান ইভ্যালির অন্তবর্তীকালীন বোর্ড প্রধান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এ সময় বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিচারপতি মানিক জানান, রেঞ্জ রোভার নামের প্রথম গাড়িটি বিক্রি হয়েছে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার। দ্বিতীয়টি ১৭ লাখ ৩০ হাজার, তৃতীয়টি ২৩ লাখ ৮০ হাজার, চতুর্থটি ১৫ লাখ ৩৫ হাজার, পঞ্চমটি ১৫ লাখ, ৬ষ্ঠটি ১৭ লাখ ৬০ হাজার ও সপ্তমটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। নিলামে সাতটি গাড়ি বিক্রি হয় সর্বমোট ২ কোটি ৯০ লাখ ৫৫ হাজার টাকায়।

বিচারপতি মানিক বলেন, ‘নিলামে পাওয়া এই মূল্যে আমরা সন্তুষ্ট। এর বাইরেও আমরা আরও চারটি গাড়ির সন্ধান পেয়েছি। ইভ্যালির এমডি রাসেল তাদের ওই গাড়িগুলো ব্যবহার করতে দিয়েছেন। আমরা তাদের বাসার ঠিকানাও পেয়েছি। আগামী রোববারের মধ্যে এসব গাড়ি জমা না দিলে পুলিশি অভিযান শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা অডিটের জন্য নতুন একটি প্রতিষ্ঠান পেয়েছি, যারা আগের প্রতিষ্ঠানের চেয়ে কম দাম নেবে। এছাড়া ইভ্যালির সার্ভার চালু করতে অ্যামাজন মোটা অংকের টাকা চেয়েছে, আমরা তাদের সঙ্গে দরকষাকষি করছি।
নিলামে ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটির দর হাঁকিয়েছিলেন ১৫ জন। এর মধ্যে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার সর্বোচ্চ দর হাঁকিয়ে গাড়িটি কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তি।’

বিজ্ঞাপন

নিলামের শুরুতে গাড়িটির ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয় বলে জানান বিচারপতি মানিক।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ইভ্যালি গাড়ি নিলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর