Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতি জাহাঙ্গীর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান মনোনীত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৮

ঢাকা: সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের রেজিস্টার মো. গোলাম রব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পাওয়ায় কমিটির চেয়ারম্যানের শূন্যপদে বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দিয়েছেন। এ বিষয়ে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

২০১৪ সালের ৮ সেপ্টেম্বর বিনামূল্যে আইনি সেবা দিতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির অফিস উদ্বোধন করেন তৎকলীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এর আগে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

লিগ্যাল এইড সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর