বঙ্গবন্ধু সাফারি পার্কে সাংবাদিক প্রবেশে ‘নিষেধাজ্ঞা’
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩৯
গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনা তদন্তে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এবার আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে, প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ১০ কার্যদিবস বাড়ানো হয়েছে। তবে, বৈঠকের সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাফারি পার্কের ঐরাবতী বিশ্রামাগারে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির কেউই কোনো মন্তব্যও করেননি।
কমিটির সদস্য অঞ্জন কুমার সরকার জানিয়েছেন, শনিবার ফের তদন্ত করতে পার্কে আসবেন কমিটির সদস্যরা।
তদন্ত দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ জানান, তদন্ত কমিটিকে ২৭ জানুয়ারি থেকে ১০ কার্য দিবসের মধ্যে জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, জেব্রা মৃত্যুর ঘটনায় সাফারি পার্কের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতি থাকলে তা চিহ্নিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ সংবলিত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছিল। পরে কমিটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সদস্যকে কো-অপ্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন না হওয়ায় বুধবার তদন্তের জন্য আরও ১০ দিন সময় বৃদ্ধির আবেদন করা হয়।
এ ব্যাপারে পার্কের প্রকল্প কর্মকর্তা মোল্যা রেজাউল করিম জানান, বৈঠকে কী বিষয়ে কথা হয়েছে সেটা তার জানা নেই।
সারাবাংলা/একেএম