Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারের উন্নয়ন’

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৯

ঢাকা: উন্নয়ন অব্যাহত রাখতে শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ শান্তির দেশ। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তিপূর্ণ পরিবেশ থাকলে দেশের উন্নয়ন হয়। আর দেশের উন্নয়ন মানে প্রতিটি পরিবারের উন্নয়ন। প্রতিটি পরিবার সচ্ছ্লভাবে জীবন যাপন করুক; সুন্দরভাবে বাঁচুক, সেটাই আমরা চাই। সেজন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা একান্তভাবে প্রয়োজন।’ একইসঙ্গে, উন্নয়নের পথে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত ওই সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলে প্রচেষ্টা চালাবেন সেটাই আমি আশা করি।’

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং কার্যক্রমের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলবো, তার প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এখানেই থেমে থাকিনি, শতবর্ষের প্রোগ্রামও নেওয়া হয়েছে- ডেল্টা প্ল্যান ২১০০।’

তিনি বলেন, ‘এই ব-দ্বীপ অঞ্চল, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যেন রক্ষা পায় এবং এ দেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে, সেই পরিকল্পনাটাও আমি দিয়ে গেলাম।’

টানা তিন বারের সরকার প্রধান বলেন, ‘২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়ে যাচ্ছি যাতে বাংলাদেশের এই অগ্রযাত্রা কখনো কেউ ব্যাহত করতে না পারে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছি। অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। সকলে সম্মিলিতভাবে কাজ করবেন সেটাই আমরা আশা করি।’

বিজ্ঞাপন

এই সময় দেশের মেগা প্রকল্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের নিরাপত্তা প্রদাণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

সন্ত্রাস ও উগ্রবাদী তৎপরতা নির্মূলে আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে চাই। এ লক্ষ্য নিয়েই কাজ করছি। এক্ষেত্রেও, আনসার-ভিডিপি বাহিনী সবসময় বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘বিশেষ করে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, যখন তারা বাস, গাড়ি, রিকশা, ভ্যান, এমনকি রেলগাড়ি, রেললাইনে যখন অগ্নিসন্ত্রাস চালাচ্ছিল, আগুন দিচ্ছিল, আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছিল, তখন রেললাইনের দায়িত্ব আনসার-ভিডিপিকে দেওয়া হয়েছিল। তারা তা যথাযথভাবে পালন করেন। এ ধরনের কাজ করতে গিয়ে অনেককে জীবনও দিতে হয়েছে।’

পাশাপাশি, পদোন্নতি, উন্নত প্রশিক্ষণ, রেশনসহ আনসার-ভিডিপি বাহিনীতে বিভিন্ন সমস্যা দূর করার কথা উল্লেখ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া নানান পদক্ষেপের কথা অনুষ্ঠানে তুলে ধরেন শেখ হাসিনা।

এদিকে, ৪২তম জাতীয় সমাবেশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বাহিনীর ১৬২ জনকে বিভিন্ন ক্যাটেগরিতে পদক প্রদান করা হয়। সমাবেশে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পদক তুলে দেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে আনসার-ভিডিপি একাডেমিতে মুজিব প্রাঙ্গণসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একেএম

আনসার-ভিডিপি ডেল্টা প্ল্যান-২১০০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর