Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সমৃদ্ধির পথে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২২ ০০:১২

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়‌নের সরকার। বর্তমান সরকারের আমলে দে‌শের সবক্ষে‌ত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা অতীতের কোনো সরকারের আমলে হয়নি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারা‌বো পৌরসভা কার্যাল‌য় অডি‌টো‌রিয়া‌মে তারা‌বো পৌর প‌রিষ‌দের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

তারাবো পৌরসভায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। হাসিনা গাজী তারাবো পৌরবাসীকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। তার প্রচেষ্টায় এই পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী অর্থ দিয়েছেন বলেই তারাবো পৌরসভায় এত উন্নয়ন করতে পারছেন হাসিনা গাজী।’

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী। সভাপতির বক্তবে তিনি বলেন, ‘তারাবো পৌরসভাকে সারাদেশের ম‌ধ্যে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী‌দের ম‌নো‌যোগ দি‌য়ে কাজ কর‌তে হ‌বে।’

তারাবো পৌরসভাকে আরও নিরাপদ, বাসযোগ্য ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে পৌরবাসীর দোয়া ও সহযোগিতা চেয়ে মেয়র হা‌ছিনা গাজী আরও বলেন, ‘পৌরবাসীর সু‌খে দুঃখে আমি সবসময় পা‌শে র‌য়ে‌ছি। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সা‌র্বিক সহযোগিতায় পৌরসভায় অনেক উন্নয়ন করেছি। পৌরসভা‌কে এগিযে নি‌তে আপ্রাণ চেষ্ঠা চা‌লি‌য়ে যা‌চ্ছি।’

বিজ্ঞাপন

পৌরসভার স‌চিব তাজুল ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, কাউন্সিলর আমির হো‌সেন ভুঁইয়া, আক্তার হো‌সেন মোল্লা, আনোয়ার হো‌সেন, মাহাবুবুর রহমান জাকা‌রিয়া, র‌ফিকুল ইসলাম ম‌নির, রা‌সেল সিকদার, জ‌সিম উদ্দিন, মোহাম্মদ হা‌মিদুল্লাহ, লায়লা পারভীন ও জোসনা বেগম প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর