Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ২ গ্রুপের পাল্টাপাল্টি হামলা, ১ কিশোরকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৭ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৯

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে পূর্ব বিরোধের জের ধরে এক কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। কিশোরদের দুই গ্রুপের মধ্যে এ নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে টঙ্গী বাজার মুন্সিপাড়া কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোর মো. ইয়াকুব শেরপুর জেলার শ্রীবর্দি থানার মাদারপুর গ্রামের মঞ্জু আলীর ছেলে। সে উত্তরার একটি শপিং মলে জুতার দোকানে কাজ করত। থাকত টঙ্গীর বৌ-বাজার এলাকায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৌ-বাজার বালুর মাঠে কিশোর অর্থিমকে তুলে নিয়ে কুপিয়ে জখম করে কয়েকজন কিশোর। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার অর্থিম তার সহযোগী রাজিবসহ ৩০-৪০ জন কিশোরকে নিয়ে ইয়াকুব নামে এক কিশোরকে কুপিয়ে জখম করে।

কিশোরদের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি এসব হামলার ঘটনা ঘটলেও থানা পুলিশ এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে।

আহত ইয়াকুবের বন্ধু সজীব জানায়, আমরা একসঙ্গে উত্তরার পলওয়েল মার্কেটে জুতার দোকানে কাজ করি। বুধবার মার্কেট বন্ধ থাকায় দুপুরে টঙ্গী বাজারে প্যান্ট কিনতে যাই। আমাদের বহনকারী রিকশাটি মুন্সিপাড়া কালভার্ট এলাকায় পৌছালে ভরান এলাকার রাজিব, অর্থিম, মাইনুদ্দিন ও রুহুল আমিনসহ ৩০-৪০ জন কিশোর অতর্কিত হামলা চালায়।

সজীব জানায়, তাদের হামলায় আমি কোনোমতে পালাতে পারলেও ইয়াকুবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায় তারা। পরে আশপাশের লোকজনের সহায়তায় ইয়াকুবকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

বিজ্ঞাপন

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

কিশোর গ্রুপ কুপিয়ে জখম

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর