যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজ ও স্পেশালাইজড হাসপাতালের চুক্তি সই
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪০
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক দ্য গ্লোবাল ইকোনোমিক্সের বেস্ট সিএসআর ব্যাংক অ্যাওয়ার্ড প্রাপ্ত যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সেবামূলক অলাভজনক প্রতিষ্ঠান যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজের সঙ্গে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
যমুনা ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমঝোতা চুক্তি সইয়ের সময় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
অন্যদিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক ও সিইও আল ইমরান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ কবির।
এই সমঝোতা চুক্তির আওতায় যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ দেবে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। একইসঙ্গে এসব শিক্ষার্থীদের কোর্স শেষ চাকরির ব্যবস্থাও করবে হাসপাতালটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরে যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজে ভর্তি চলছে। কলেজটিতে সুবিধাবঞ্চিত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে।
সারাবাংলা/টিআর
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজ যমুনা ব্যাংক ফাউন্ডেশন সমঝোতা চুক্তি সই