Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হেফাজত নেতাকর্মীদের মুক্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৫ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১২

ঢাকা: কারাবন্দি আলেম-ওলামা ও হেফাজত নেতাকর্মীদের মুক্তির দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

হেফাজত নেতারা বলেন, এ পর্যন্ত যেসব বন্দির মুক্তি হয়েছে, তাদের মুক্তির ক্ষেত্রে সহযোগিতা করায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট অনান্যদের শুকরিয়া আদায় করছি। একইসঙ্গে এখনো যেসব ওলামায়ে কেরাম, হেফাজতের নেতাকর্মী ও ইসলামপ্রিয় জনতা বন্দি রয়েছে, তাদের সবার দ্রুত মুক্তিদানের আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, এখনো যারা বন্দি রয়েছেন, তাদের বন্দিত্বের সময়কাল ১০ মাসেরও বেশি হয়ে গেছে। একেকজন বন্দির কারণে একেকটি পরিবার, কোনো ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান সমস্যাগ্রস্ত অবস্থায় আছে। কেউ একেবারে নিঃস্ব হয়ে গেছে। এ অবস্থায় অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।

বৈঠক থেকে হেফাজত নেতাকর্মীদের নামে ২০১৩, ২০১৬ ও ২০২১ সালে দায়ের করা সব মামলাও প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দীর্ঘ সময় নিয়ে হেফাজত নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি ওলামায়ে কেরামদের মুক্তির বিষয়ে হেফাজত প্রতিনিধি দলকে আশ্বস্তও করেছেন। একইসঙ্গে কারাবন্দিদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ ও যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, নায়েবে আমির দেওনার পির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী ও প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/টিআর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হেফাজত নেতাকর্মীদের মুক্তি দাবি হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর