দাকোপে ৪২ কেজি হরিণের মাংস জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৮
মোংলা (বাগেরহাট): সুন্দরবন থেকে পাচার করে আনা ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দাকোপ উপজেলার ঢাংমারী এলাকা থেকে এসব মাংস জব্দ করা হয়।
কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান বলেন, ভোরে কোস্টগার্ডের নিয়মিত অভিযান চালানো হচ্ছিল সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার ঢাংমারী এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।
তিনি বলেন, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি আঁচ করতে পেরে হরিণ শিকারিদের দল দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা হরিণের মাংস সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের অধীন এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যেকোনো ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সারাবাংলা/টিআর