মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যায় অভিযুক্ত মা
৯ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ০০:২৩
সিলেট: দেড় বছর বয়সী সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশ বলছে, মেয়েকে হত্যার পর মা নাজমিন নাহার নিজেই পুলিশের কাছে গিয়ে এ তথ্য জানিয়েছেন। বলেছেন, স্বামীর ওপর অভিমান করে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট শহরতলীর নিপবন আবাসিক এলাকার আজাদ মঞ্জিল নামে একটি বাসায় এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে এক বছর পাঁচ মাস বয়সী শিশুটি সাবিহা বেগমকে হত্যার অভিযোগে সন্ধ্যায় মা নাজমিনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার নাজমিন বেগম প্রবাসী সাব্বির আহমদের স্ত্রী। প্রায় দেড় মাস আগে সাব্বির আহমদ প্রবাস থেকে দেশে ফিরলেও স্ত্রী নাজমিনের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে আলাদা বসবাস করছিলেন। স্বামীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের জের করে নিজ বাসায় বালিশচাপা দিয়ে শিশু সাবিহাকে হত্যা করেছেন বলে জানিয়েছেন নাজমিন।
পুলিশ জানিয়েছে, নাজমিনের দেওয়া তথ্য অনুযায়ী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, শিশু সাবিহাকে হত্যার ঘটনার নাজমিনকে গ্রেফতার করা হয়েছে। প্রবাসী সাব্বির আহমদ বাদী হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সারাবাংলা/টিআর
টপ নিউজ নিজ মেয়েকে হত্যা বালিশচাপা দিয়ে হত্যা সন্তানকে হত্যা